রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশন সংস্কার ও সেখানে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালু করার দাবি জানিয়েছে রাবি শাখা ছাত্রদল।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুপস্থিতিতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খানের কাছে তারা স্মারকলিপি দেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন থাকা সত্ত্বেও গভীর রাতে কিংবা ভোরে রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে চরম অনিশ্চয়তা নিয়ে প্রতিনিয়তই ছুটে চলতে হয়। সেক্ষেত্রে খুব সকালে কিংবা গভীর রাতে রিকশা বা অটোরিকশা সংকটে অনেক ভোগান্তিতে পড়তে হয়। ফলে, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। অসময়ে পর্যাপ্ত যানবাহন না থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে চালকরা হয়ে উঠেন ভয়ংকর স্বার্থপর, দাবি করেন দ্বিগুণেরও বেশি ভাড়া। অথচ শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে তৈরি করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন।

যদি বিশ্ববিদ্যালয় স্টেশন চালু থাকতো তাহলে শিক্ষার্থীরা অতি সহজে এখান থেকে যাতায়াত করতে পারতেন। নিরাপত্তা শঙ্কা, সময় নষ্ট, অতিরিক্ত ভাড়া দেওয়া এক কথায় ভোগান্তি অনেকাংশে কমে আসতো। 

তাতে আরও বলা হয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংস্কার, দুই লেনে উত্তীর্ণ করণসহ আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ দাবি করছি। শিক্ষার্থীদের সার্বিক ভোগান্তির কথা চিন্তা করে, উক্ত দাবিগুলো বাস্তবায়নে আপনার কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করছি।

জুবায়ের জিসান/এফআরএস