জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে মাদকদ্রব্যের সরবরাহ, বিপণন ও ক্রয়-বিক্রয়সহ মাদক সংশ্লিষ্ট সব কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাবি পরিবারের কেউ যদি ক্যাম্পাসে মাদকদ্রব্য সরবরাহ, বিপণন, ক্রয়-বিক্রয়, হস্তান্তর, অধিকার, দখল, সংরক্ষণ বা গ্রহণে জড়িত থাকে, তা রাষ্ট্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৯ ও ১০ লঙ্ঘন এবং ধারা ৩৬ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

একই সঙ্গে, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশের ধারা ৩(জ) এবং ছাত্রছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮-এর ধারা ২(গ) অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হবে।

মাদক সংশ্লিষ্ট অপরাধে কেউ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেহেরব হোসেন/এমজে