জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২০ অক্টোবর থেকে। ক্লাস শুরুর প্রথম দিনেই তিনটি সুবিধা পাবেন নবীন শিক্ষার্থীরা। সেগুলো হলো- একটি আইডি নম্বর, আইডি কার্ড ও একটি প্রাতিষ্ঠানিক ই-মেইল।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সদস্য ও জবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ।

তিনি বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (স্নাতক) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর প্রথম দিনেই তিনটি সুবিধা পাবে। যা আমরা আগে প্রথম দিনেই দিতে পারিনি। শিক্ষার্থীরা ক্লাস শুরুর দিনেই বিশ্ববিদ্যালয়ের আইডি নম্বর ও আইডি কার্ড ও একটা ইনস্টিটিউশনাল ই-মেইল পেয়ে যাবেন। যা আগে আবেদন করে নিতে হতো।

আইটি দপ্তরের কম্পিউটার প্রোগ্রামার হাফিজুর রহমান বলেন, একজন শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশের প্রথম দিনেই আইডি নম্বর, আইডি কার্ড ও প্রাতিষ্ঠানিক ই-মেইল পাবেন। অতীতে আমরা এত দ্রুত কোনো ব্যাচকে কার্ড দিতে পারিনি। আবার আগে প্রাতিষ্ঠানিক ই-মেইল পেতে আবেদন করতে হতো। এবারই প্রথম দ্রুততার সঙ্গে তা বাস্তবায়ন করা হচ্ছে।

এমএল/এমএ