জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে দীর্ঘসূত্রিতার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বেলা সাড়ে ১১টায় এই মানববন্ধন কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হুয়াট্সঅ্যাপ গ্রুপে সমন্বয়ক আব্দুল্লাহ অয়ন সালেহীন মানববন্ধনের ঘোষণা দেন। 

কর্মসূচি ঘোষণা করে বলা হয়, গণঅভ্যুত্থানের সৈনিক ছাত্র-জনতার ওপরে আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে সরকারের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে বেলা সাড়ে ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটে। এ আন্দোলন চলাকালে পুলিশ ও তৎকালীন আওয়ামী সরকারের সহযোগীদের গুলিতে ব্যাপক প্রাণহানি ঘটে। আহত হয়েছেন ১৯ হাজার ২০০ জনের বেশি।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের স্বাস্থ্য-বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি দাবি করেছে, আন্দোলনে প্রায় ১৫৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

কেএইচ/এমএ