বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ অক্টোবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে।
রোববার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির চূড়ান্ত কার্যক্রম পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। রোববার সকাল ১০টায় উপাচার্য এ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ভর্তি কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৮ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। পাশাপাশি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীনে ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা এক হাজার ৫৭০টি।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ