ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চের (আইআইইআর) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোছাইন। বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আইআইইআর-এর সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খানের সঙ্গে উপাচার্যের মৌখিক আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে পরিচালকের পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। তদস্থলে দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোছাইনকে পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।  তিনি আগামী ৩ বছর এ পদে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনকালে তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. ইকবাল হোছাইন বলেন, আমাকে দায়িত্ব দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ। আমি আমার সততা ও নিষ্ঠা দিয়ে কাজ করে যাব। আমার এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।

রাকিব হোসেন/এমজেইউ