বশেফমুবিপ্রবির প্রশাসনিক দায়িত্বে সহকারী অধ্যাপক মো. সাইফুল
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য যোগদান না করা পর্যন্ত সাময়িকভাবে একই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামকে জরুরি প্রশাসনিক, আর্থিক ও অ্যাকাডেমিক দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।
জানা যায়, গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগের পর অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে জটিলতার সৃষ্টি হয়। এরপর ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক ও অন্যান্যদের আলোচনার মাধ্যমে মো. সাইফুল ইসলামকে এ দায়িত্ব পালনের জন্য প্রস্তাব করে এবং প্রস্তাবটি ইউজিসি বরাবর পাঠানো হয়। পরে ইউজিসি মো. সাইফুল ইসলামকে এই দায়িত্ব পালনের জন্য অনুমতি প্রদান করেন।
এ বিষয়ে সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আমি বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শক্রমে দায়িত্ব পালন করব। আমি এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।
মুত্তাছিম বিল্লাহ/জেডএস