ঢাবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে নাতে রাসূল-মিলাদ মাহফিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে নাতে রাসূল ও মিলাদ মাহফিল ‘দাওয়াত-এ ইশক’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই নাতে রাসূল পর্ব শুরু হয়। পরে রাত সাড়ে ৯টায় মিলাদ ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বিজ্ঞাপন
সন্ধ্যায় পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে বিভিন্ন ইসলামি শিল্পীগোষ্ঠী হামদ, নাতে রাসূল (সা.) ও কাওয়ালি পরিবেশন করেন। শেষে মোনাজাত করেন আল্লামা ফজলুল হক।
এদিকে মাগরিবের নামাজ শেষ হতেই গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে থাকেন। রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীরা হামদ, নাত ও কাওয়ালি উপভোগ করেন। পরে মিলাদ ও মোনাজাত শেষ করে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
মাহফিলে আল্লামা ফজলুল হক মহানবী (সা.) এর জীবনাচরণ, দুনিয়ায় মানুষের জীবন, আখিরাত, নবীর শাফায়াত নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
কেএইচ/পিএইচ