চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) সিএসই বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও আইসিটি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) চাঁবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতারের অনুমোদনক্রমে ও রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আব্দুল হাই (অবসরপ্রাপ্ত) কর্তৃক স্বাক্ষরিত চাঁবিপ্রবি স্মারক-৮২৯ ও স্মারক-৮৩০ এর অনুকূলে তাদের অব্যাহতি দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার জানান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে ব্যঙ্গ করে এবং উপাচার্যের ছবি দিয়ে অকথ্য ও অশ্লীল ভাষায় তথ্য শেয়ার করেছেন। তারা শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি ও উসকানিমূলক কথাবার্তা বলেছেন। এগুলো বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থি এবং এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

সারা দেশে শিক্ষকদের পক্ষে পদত্যাগের জন্য কাউকে বাধ্য না করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারপরেও এই দুই শিক্ষক ছাত্রদের উসকানি দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করেছেন। শিক্ষার পরিবেশ নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আনোয়ারুল হক/এফআরএস