গোলবার বুকে চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু
হ্যান্ডবল খেলার গোলবার বুকে চাপা পড়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আল রাফি নামের ওই শিক্ষার্থী নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্কুল সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা যায়, হ্যান্ডবল খেলার গোলবার বুকে চাপা পড়ে আহত হয় আল রাফি। আহতাবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে বিকাল সোয়া তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোজাম্মিল হক মোল্লা বলেন, রাফি ক্যাম্পাস পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা গ্রামের রাকিবুল ইসলামের ছেলে। বেলা সাড়ে ১১টার পর তার ক্লাস ছিল। তার আগে স্কুলের মাঠে সবাই খেলছিল। এ সময় রাফি গোলবারে ঝুলছিল। একপর্যায়ে লোহার গোলবার উল্টে তার বুকের ওপর চাপা পড়ে। আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকরা কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে স্কুলশিক্ষক তাকে রক্ত দেন। কিন্তু বুকে আঘাত লাগায় অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় নিশ্বাস বন্ধ হয়ে মারা যায় আল রাফি।
তিনি আরও বলেন, আমরা রাফির মৃত্যুতে শোকাহত। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী মাহফুজ কবির বলেন, যখন ওকে (রাফি) মেডিকেলে নিয়ে গিয়েছিল তখন আমি মেডিকেলেই ছিলাম। ছেলেটা অনেক ছটফট করছিল। পরে অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া নিয়ে গেলে চলে এসেছিলাম।
এদিকে রাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)। ইনস্টিটিউটটির ফেসবুক পেজ থেকে এই শোকবার্তা দেওয়া হয়। এতে নিহতের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
রাকিব হোসেন/এমজেইউ