শেখ হাসিনার পতনে শাহবাগে দ্রোহের গান ও গণসেজদা
গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে দ্রোহের গান ও গণসেজদা কর্মসূচি পালন করেছে একদল ছাত্র ও নাগরিক সমাজ।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ‘ইনকিলাব মঞ্চ’ নামে একটি সংগঠন গণসেজদা ও দ্রোহের গান শীর্ষক এই আয়োজন করে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। এরপর উপস্থিত ছাত্র-জনতা সেখানেই দুটি সেজদা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী আহমাদ আতাউল্লাহ সালমান বলেন, দীর্ঘ এক সংগ্রামের পর আমরা নতুন করে ‘স্বাধীনতা’ এনেছি। শাহবাগ এখানে একটি উদাহরণ, এই শাহবাগে মুসলিমরা চাইলে নামাজ পড়তে পারবে, হিন্দুরা পূজা দিতে পারবে। এটাই আমাদের প্রত্যাশা। সে জায়গা থেকেই আমরা গণসেজদার আয়োজন করেছি।
তিনি আরও বলেন, আধিপত্যের চাপ আমরা এতদিন ভোগ করেছি। সাংস্কৃতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই আমরা আধিপত্যের চাপে পিষ্ট। আমরা সংস্কৃতির বিপ্লব চাই। ভারত, পাকিস্তান কোনও দেশেরই চাপিয়ে দেওয়া সংস্কৃতি আমরা পালন করতে রাজি না। আমরা ইনকিলাবের মাধ্যমে আমাদের সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই।
কেএইচ/পিএইচ