স্বার্থান্বেষী মহলের সহিংসতার আশঙ্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হল আন্দোলন স্থগিত করা হয়েছে। এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন জবি হল আন্দোলনের সমন্বয়ক আবু বকর। 

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করা হলো। 

সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আলোচনা করে আমরা আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।

এদিকে হল আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনকে কেন্দ্র করে পুরান ঢাকায় সহিংসতা সৃষ্টির পায়তারা করছে একটি গোষ্ঠী। ১৫ আগস্ট দেশব্যপী সহিংসতার আশঙ্কার অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি মহল ফায়দা নেওয়ার ষড়যন্ত্র করছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বিরোধী চক্র সক্রিয় হয়ে একটি ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ক্যম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রক্তপাত ঘটাবে। তাই শিক্ষার্থীদের আন্দোলনটি স্থগিত রাখার সিদ্ধান্তটি যথাযথ হয়েছে।

এমএল/এমএসএ