আবাসিক শিক্ষার্থীদের জন্য বুধবার সকালে খুলে দেওয়া হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। একইসঙ্গে খুলছে বিশ্ববিদ্যালয়ের সব অফিসও।

মঙ্গলবার (৬ আগস্ট) খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মঈনুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে বুধবার (৭ আগস্ট) থেকে সব অফিস সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং হলগুলো সকাল ৯টায় আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে।  

জেডএস