নির্দেশনা প্রত্যাখ্যান, হলে থাকার সিদ্ধান্ত খুবি শিক্ষার্থীদের
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলেও সেখানেই অবস্থান করার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন তারা।
বিজ্ঞাপন
এর আগে, দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জরুরি এক সিন্ডিকেট মিটিংয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নির্দেশনা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।
খুবি শিক্ষার্থীরা বলেন, এ সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি। আমাদের যৌক্তিক আন্দোলনকে থামাতে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। হল না ছাড়ার বিষয়ে আমরা সব শিক্ষার্থী ঐক্যবদ্ধ।
তারা বলেন, আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলে স্পষ্ট জানিয়েছি, অন্যায়ভাবে জোর করে হল থেকে বের করে দেওয়া হচ্ছে, এটা মানি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি হল ছাড়ব না। সেক্ষেত্রে আমাদের সুন্দরভাবে সাহায্য করবে সেই প্রত্যাশা করি। বিশ্ববিদ্যালয় হচ্ছে ছাত্রদের নিরাপদ জায়গা, সেখান থেকে বের করে দেওয়ার একটি চক্রান্ত চলছে।
রাত সাড়ে ১১টার দিকে খুবির এক শিক্ষার্থী বলেন, বিকেলে প্রধান ফটকে গায়েবানা জানাজা শেষে ৫টার দিকে আমরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করেছে। সবাই হলে রয়েছে।
মোহাম্মদ মিলন/কেএ