জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ‘ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ’ লিখে পোস্টার টানিয়েছেনে কোটাবিরোধী আন্দোলনকারীরা। পুরো ক্যাম্পাসে ‘ফাঁসির মঞ্চে ঝুলছে কে গণতন্ত্র’ ও ‘পনেরোর হায়না’ লেখা বেশকিছু পোস্টার টানিয়ে দেন তারা।

বুধবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পোস্টার টানাতে দেখা যায় আন্দোলনকারীদের।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে টানানো পোস্টারে লেখা হয়, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ, আদেশক্রমে সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি, ছাত্রলীগ সেখানে আমাদের ওপর হামলা চালিয়েছে। যেহেতু ছাত্রলীগ হামলা চালিয়েছে, তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে এ ব্যানার লাগিয়েছি। আমরা ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই।

এদিকে, শিক্ষার্থীদের দাবির মুখে জবি ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুধু তাই নয়, সাধারণ শিক্ষার্থীদের ছয় দফা দাবিও বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন।

এমএল/কেএ