চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার ঘটনায় এবার ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে। 

বুধবার (১৭ জুলাই) সকালে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে ছাত্ররাজনীতি বন্ধ হওয়াসহ ৫টি নির্দেশনা প্রদান করে প্রশাসন।

সেগুলো হলো—

১. অমর একুশে হলে স্থায়ীভাবে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো।

২. কোনো বহিরাগত হলে অবস্থান করতে পারবে না।

৩. শিক্ষার্থী কোনো প্রকার ক্ষতির (শারীরিক ও মৌখিক) সম্মুখীন হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪. প্রশাসনিকভাবে নিয়মিত শিক্ষার্থীদের সিট বণ্টনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫. হলের সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএইচ/এমজে