ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এবার ইডেন মহিলা কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসও রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) ছাত্রীনিবাসের প্যাডে তত্ত্বাবধায়কের সই করা অঙ্গীকারনামায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই প্যাডে উল্লেখ করা হয়েছে, আমরা শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের সাধারণ শিক্ষার্থীরা এই মর্মে লিখিত দিচ্ছি ১৭ জুলাই থেকে বঙ্গমাতা হলের অভ্যন্তরে যেকোনো ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জামায়াত, শিবির) ইত্যাদি নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের রাজনৈতিক প্রোগাম হলে হবে না। কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সঙ্গে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এইসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই তাহলে এই দায় প্রসাশন ও হল কর্তৃপক্ষকে নিতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, হলে কোনো বৈধ শিক্ষার্থী ছাড়া রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কোনো ছাত্রী থাকতে পারবে না। আজ থেকে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসকে রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।

যদিও বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে এবিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এটি কলেজ প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যাপার।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেশ কয়েকটি হলকেও ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

আরএইচটি/জেডএস