ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দ্বিতীয় দিনের মতো কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় শহীদুল্লাহ্ হল থেকে চানখারপুল রোড রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের একপর্যায়ে চানখারপুল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এলাকা দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এসব এলাকার নিয়ন্ত্রণ নেন ঢাবি শিক্ষার্থীরা। এ সময় তাদের তাড়া খেয়ে বহিরাগতরা চানখারপুল থেকে ভেতরের গলিতে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

জবাবে শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সরজমিনে ঢাবি শিক্ষার্থীদের ঢামেক রোড, বার্ন ইউনিট রোড, চানখারপুল মোড়ে অবস্থান নিতে দেখা যায়। অন্যদিকে বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদের চানখারপুল এলাকার ভেতরের গলিতে অবস্থান নিতে দেখা যায়।

এ সময় হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই, কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারো বাপের না ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

কেএইচ/এমজে