ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগ নেতা সন্দেহে আব্দুর রায়হান নামে একজনকে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ কোটা আন্দোলনকারীরা।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের আহত কর্মীদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তাদের প্রথমে জেরা করতে থাকে। এ সময় আব্দুর রায়হান নামে এক যুবককে হাসপাতালের ইমারজেন্সি কক্ষের সামনে পান তারা। পরবর্তীতে তাকে সেখান থেকে টেনে নিয়ে গেটের সামনে এনে মারধর করে ৩০ থেকে ৩৫ জন আন্দোলনকারী।

এর আগে বিকেল ৪টার পর থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগ তাদের ওপর হামলা করেছে। হামলায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন।

ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরাও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকে সংঘর্ষে অংশ নেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সংঘর্ষের একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এমএল/এমজে