শাবিপ্রবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রলীগ ও আন্দোলনকারীরা
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঘিরে শিক্ষার্থীদের ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে মাঝরাতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। বিপরীতে ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’ পাল্টা স্লোগান দিয়ে মিছিল বের করেন শাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও একাডেমিক ভবন ডি’এর সামনে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক ছাত্রীহল থেকে ছাত্রীরা বিভিন্ন স্লোগান দিয়ে বের হয়ে আসেন ক্যাম্পাসে। এরপর তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সব হল প্রদক্ষিণ করেন।
জুবায়েদুল হক রবিন/কেএ