কোটাবিরোধী আন্দোলন
আসিফ মাহমুদকে মারধরের খবরেই ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা
কোটা বাতিলের এক দফা দাবিতে চলমান আন্দোলনের মাঝেই ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলগেটে আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
রোববার (১৪ জুলাই) রাত ১০টার পর এমন ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়ার পর ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে বের হয়ে আসেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মশাল মিছিলের জন্য ঢাবির বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের হলগেটে আটকে রাখেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন খবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সেখানে গেলে একাত্তর হলের ছাত্রলীগের হল ক্যান্ডিডেটরা হামলা চালান। এতে আসিফ হাতে আঘাতপ্রাপ্ত হন।
এ খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসজুড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। রোকেয়া হলের মেয়েরা গেটের তালা ভেঙে বাইরে বেরিয়ে আসেন। তারাও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
আরএইচটি/কেএ