কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচি পালনের জন্য ষষ্ঠ দিনের মতো রাস্তায় নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) পুলিশের কাছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বংশাল এলাকা পর্যন্ত মিছিলের অনুমতি নিয়েছিলেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি বংশালের রাজ্জাক হোটেলের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে পুলিশের সেই মানব ব্যারিকেড ধাক্কা দিয়ে সরিয়ে গুলিস্তান অভিমুখী হন শিক্ষার্থীরা।

এরপর বিক্ষোভ মিছিলটি ফুলবাড়িয়া পৌঁছালে পুলিশ ফের বাধা দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা ধাক্কাধাক্কি করে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে অগ্রসর হন।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা আজ যেকোনো মূল্যে গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করব।

কোতোয়ালি থানার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, আমরা শিক্ষার্থীদের বংশাল, আলুবাজার, ফুলবাড়িয়াতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা সব বাধা উপেক্ষা করে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে।

এমএল/এমজে