গ্রিন ইউনিভার্সিটিতে নানা আয়োজনে পরিবেশ দিবস উদযাপন
বৃক্ষরোপণ, বৃক্ষ বিনিময়, গ্রিন ওয়াক ও আলোচনা সভাসহ নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগ।
বুধবার (৫ জুন) রাজধানীর পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল থেকে দিনব্যাপী এসব কর্মসূচি শুরু হয়।
বিজ্ঞাপন
বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হোসেনের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক পরিবেশবিদ ড. মো. খবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, পরিবেশকে রক্ষায় নতুনভাবে নতুন পরিকল্পনায় তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে। এ ক্ষেত্রে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অগ্রগণ্য ভূমিকা পালন করতে সক্ষম।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. মো. খবির উদ্দিন বলেন, আমাদের ভূমির উর্বরতা বিভিন্ন দূষণের কারণে কমে গেছে। তাই, মাটির আদ্রতা ও উর্বরতা বৃদ্ধি ছাড়া বিশাল এই জনগোষ্ঠীর চাহিদা পূরণ কঠিন। বক্তব্যে তিনি নিজের উদ্ভাবিত বর্জ্য পরিশোধন ও পুনঃব্যবহারের মডেল ব্যাখ্যা করে এর গুরুত্ব ও সর্বাধিক ব্যবহার নিশ্চিতে তাগিদ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম. শহীদুল্লাহ ও সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক সাদিয়া বিনতে জামান।
সেমিনার ছাড়াও আয়োজনে পরিবেশ বিষয়ক রচনা প্রতিযোগিতা, শর্ট ডকুমেন্টারি প্রদর্শনী ও সবুজ পৃথিবী গড়তে শপথবাক্য পাঠ করেন শিক্ষক-শিক্ষার্থী।
এমএসএ