জবির নতুন ক্যাম্পাস
ঢাকা পোস্টে অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন
ঢাকা পোস্টে ‘জবির নতুন ক্যাম্পাস নির্মাণে অনিয়মের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সংবাদে উল্লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ২২ মে সংবাদ প্রকাশের পরদিনই এই তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরকে আহ্বায়ক ও উপ-প্রধান প্রকৌশলী (সিভিল) মো. আমিরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মনিরা জাহান সুমি, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী (সিভিল) মোশারফ হোসেন।
প্রসঙ্গত, ঢাকা পোস্টে প্রকাশিত নিউজে জবির দ্বিতীয় ক্যাম্পাসের অভিযোগের মধ্যে অন্যতম একটি অভিযোগ ছিল প্রকৌশল ভবনের পাইল সম্পূর্ণ না ঢুকিয়ে অবশিষ্ট পাইল ভেঙে সেগুলো দিয়ে পুকুরের ঘাট ঢালাই।
এমএল/পিএইচ