জবির সহকারী প্রক্টর ও সহপাঠীকে দায়ী করে আত্মহত্যা
অবন্তিকার রেজাল্টের ধারেকাছেও নেই অভিযুক্ত আম্মান সিদ্দিকী
এলএলবি স্নাতকের ফলাফলে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৬৫ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন সম্প্রতি আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। অপরদিকে আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তার সহপাঠী আম্মান সিদ্দিকী পেয়েছেন সিজিপিএ ৩.০৯।
রোববার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি প্রোগ্রামের অষ্টম সেমিস্টারের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
প্রকাশিত ফলাফলে দেখা যায়, অষ্টম সেমিস্টারে ৩.৭৩ পেয়েছেন অবন্তিকা। এর মধ্যে স্পেশাল পেনাল ল কোর্সে তিনি পেয়েছেন ৩.৭৫, ল অব ক্রিমিনাল প্রসিডিউরে পেয়েছেন ৩.৫০, কনভিয়েন্সিং, ড্রাফটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি ট্রেনিংয়ে ৩.৫০, লিগ্যাল রিসার্চ অ্যান্ড রাইটিং কোর্সে ৩.৭৫, লিবারেশন মুভমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোর্সে ৪.০০ এবং মৌখিক পরীক্ষায়ও ৪.০০ পেয়েছেন।
আরও পড়ুন
অপরদিকে তার সহপাঠী আম্মান সিদ্দিকী অষ্টম সেমিস্টারে সিজিপিএ ৩.০৯ পেয়েছেন। এর মধ্যে স্পেশাল পেনাল ল কোর্সে তিনি পেয়েছেন ৩.৫০, ল অব ক্রিমিনাল প্রসিডিউরে পেয়েছেন ৩.০০, কনভিয়েন্সিং, ড্রাফটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি ট্রেনিংয়ে ৩.০০, লিগ্যাল রিসার্চ অ্যান্ড রাইটিং কোর্সে ২.৭৫, লিবারেশন মুভমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোর্সে ৩.২৫ এবং মৌখিক পরীক্ষায় ৩.০০ পেয়েছেন।
গত ১৬ মার্চ শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা আত্মহত্যা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। পরে গত ১৭ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আলটিমেটামের ৬ ঘণ্টার মধ্যে ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে আটক করে পুলিশ। ওইদিন রাতে ঢাকা মহানগর লালবাগ বিভাগের কোতোয়ালী থানা পুলিশ তাদের আটক করে। গত ৮ মে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পান শিক্ষক দ্বীন ইসলাম।
এমএল/এসএসএইচ