জাবিতে ছাত্রলীগের ইফতার বিতরণ
কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২৪ এপ্রিল) ভাসানী হল প্রাঙ্গণে ইফতার বিতরণ করেন শাখা ছাত্রলীগের সহসম্পাদক আকতারুজ্জামান সোহেল।
এ সময় ছাত্রলীগ নেতা জোবায়ের আহমেদ, সাইফুল ইসলামসহ হল ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ভাসানী হল শাখা ছাত্রলীগের সহসম্পাদক আকতারুজ্জামান সোহেল বলেন, করোনাভাইরাসের কারণে সারাদেশে কঠোর লকডাউন থাকায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
তিনি আরও বলেন, কর্মহীনদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১৫০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি।
মো. আলকামা/এমএসআর