রাবিতে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় যুবক আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা এক নারী শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে এই ঘটনা ঘটে। পরে ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ভুক্তভোগী শিক্ষার্থী পূর্ণীমা অধিকারী, তিনি কুষ্টিয়ার কুমারখালি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন।
বিজ্ঞাপন
অপরদিকে অভিযুক্ত ছিনতাইকারী অনিক (২২)। তিনি নগরীর তালাইমারী এলাকার সুমনের ছেলে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় দেন। এ ছাড়া তার সঙ্গে রবীন নামের আরেকজন ছিল বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, এক মেয়ে শেখ রাসেল মাঠে ছিনতাইকারী বলে চিৎকার করতে করতে একজন লোকের পেছনে দৌড়াচ্ছিল। এ সময় আমি বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের দিকে যাচ্ছিলাম। তখন আমি সেই ছিনতাইকারীকে আটক করি। এ সময় আমার সঙ্গে অনেক ভর্তি পরীক্ষার্থী ছিল, তারাও আমাকে এ ব্যাপারে সহযোগিতা করেন। ধরার পর আমরা বুঝতে পারি তারা দুজন ছিল। আরেকজনকে আমরা ধরতে পারিনি।
তিনি আরও বলেন, ছিনতাইকারী একটি গাড়ি নিচে ফোনটি ফেলে রেখেছিল। তার দেওয়া তথ্য অনুযায়ী গাড়ির নিচ থেকে আমরা ফোনটি বের করে নিয়ে এসে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর হাতে তুলে দিই। পরবর্তীতে বিষয়টি আমরা পুলিশ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে জানাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ঢাকা পোস্টকে বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমরা ব্যস্ত থাকায় ওই ছিনতাইকারীকে সরাসরি পুলিশে সোপর্দ করেছি। বিষয়টি পুলিশ দেখছে।
জুবায়ের জিসান/এমজেইউ