ফেসবুক স্ট্যাটাসের জেরে ঢাবি কর্মকর্তাকে শোকজ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। ওই কর্মকর্তা হলেন- মুহাম্মদ আহসানুল কবির। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন-৩)। এছাড়া তিনি ঢাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান শোকজ করার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
যে স্ট্যাটাসের জন্য আহসানুল কবিরকে শোকজ করা হয়েছে তাতে লেখা ছিল, ‘নবী ইউসুফ (আ.) কে তার চরিত্রের উপর অপবাদ দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়। আবার সে ইউসুফ (আ.) ই সে রাষ্ট্রের শাসক বনে যান। সবই আল্লাহর ইচ্ছে।’ গত ১৯ এপ্রিল তিনি ওই পোস্ট দেন। অবশ্য পোস্টটি তিনি পরে সরিয়ে নেন।
এ বিষয়ে সহকারী রেজিস্ট্রার আহসানুল কবির ঢাকা পোস্টকে বলেন, আমি রোজার মধ্যে ইউসুফ জুলেখার ড্রামা সিরিয়ালটা দেখছিলাম এবং কোরআন শরীফে ইউসুফ নামে একটি সূরা আছে সেটা পড়ছিলাম, তাই ছোট করে এটা লিখেছিলাম। এটা কাউকে মেনশন করে নয়, জাস্ট নবীকে মেনশন করা। আমি ইসলামিক মাইন্ডে চলি, কোরআন হাদিস পড়ি। সে হিসেবে জিনিসটা লেখা। কেন আমাকে এটা নিয়ে শোকজ করা হলো সেটা জানি না।
স্ট্যাটাসটি কাউকে সমর্থন করে দিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমি কাউকে সমর্থন করে দেইনি এবং কোনো দলের সঙ্গেও আমি সম্পৃক্ত না। এখানে কারও নামও নেই, সরাসরি নবীর কথা বলা হয়েছে।
এটি কারও ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে আহসানুল কবির বলেন, কিছুদিন আগে আমি বিপুল ভোটে অফিসার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছি, বিভিন্ন গ্রুপ হয়ত এটার জের ধরে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এ ছাড়া আর কিছু নয়। আমি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সততা নিয়ে চলি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই।
শোকজের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান বলেন, ‘তিনি (মুহাম্মদ আহসানুল কবির) একটা পোস্ট দিয়েছেন, যেটা শৃঙ্খলা পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী এমন কাজে লিপ্ত থাকতে পারেন না।’
এ বিষয়ে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এটা তো প্রশাসনিক বিষয়। এমন একটা বিষয় আছে আমি জানি। কিন্তু এ বিষয়ে শোকজ করা হয়েছে কি না, চিঠি দেওয়া হয়েছে কি না, সেটা রেজিস্ট্রার ভালো বলতে পারবে।
এইচআর/এসএসএইচ