জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বৃদ্ধি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। ছেলে-মেয়েদের মধ্যে মেলামেশা স্বাভাবিক করতে হবে এবং স্বাভাবিকভাবে নিতে হবে। নারীদের কখনোই পণ্য হিসেবে ভাবা যাবে না। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি মাঝে মধ্যে শুনি ক্যাম্পাসে ও বাসে ছাত্রীরা নানা রকমের হয়রানির শিকার হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। নারী শিক্ষার্থীদের জন্য আমার দরজা সবসময় খোলা।

উপাচার্য বলেন, ইতোমধ্যে বাংলাদেশ সরকার ইউনেস্কো কর্তৃক কালচারাল অ্যান্ড আর্ট এডুকেশনের ড্রাফটকে পূর্ণ সমর্থন দিয়েছে। তাই আমাদের অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিকেও হৃদয়ে ধারণ করতে হবে। নতুন প্রজন্মকে বাংলাদেশের বহুমাতৃকতা নিয়ে নেতৃত্ব দিতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, বসন্ত আমাদের শিক্ষা দেয় সাম্যের সামাজিকতা ও সমানাধিকার প্রতিষ্ঠা করতে। ইদানীং আমরা লক্ষ্য করছি আমাদের সমাজ থেকে নানান ধরনের উৎসবগুলো হারিয়ে যাচ্ছে। শুধু বিশ্ববিদ্যালয়ে নয় সমাজের প্রতিটা স্তরে এসব অনুষ্ঠান ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোছা. শামীম আরা। এ সময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.জাকির হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এমএল/এমজে