জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

একটি অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের বর্তমান ডিনের মেয়াদ আগামী ৬ ফেব্রুয়ারি শেষ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ২২(৫) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়াকে পরবর্তী দুই বছরের জন্য ডিন হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই আদেশ ৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

অপর অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ৩ ফেব্রুয়ারি শেষ হবে বিধায় বিশ্ববিদ্যালয় আইনের ২২(৫) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরম হোসেনকে ডিন হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ আদেশ ৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এমএল/এসকেডি