শিক্ষাক্ষেত্রে সফলতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের নিজ বাসভবনে চা-চক্রের নিমন্ত্রণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল। 

শনিবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় উপাচার্য ভবনে আয়োজন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। তাছাড়া সাংবাদিকদেরও এই চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই চা-চক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অন্যান্যরা।

কেএইচ/পিএইচ