প্রতিষ্ঠার ৭৫ বছরে নটর ডেম কলেজ, ক্যাম্পাস জুড়ে বর্ণাঢ্য আয়োজন
প্রতিষ্ঠার ৭৫ বছরে পা রেখেছে মেধাবীদের চারণভূমি খ্যাত ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ (এনডিসি)। পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত এই শিক্ষালয় ১৯৪৯ সালে যাত্রা শুরু করেছিল। ‘প্রদীপ্ত প্রত্যয়ে প্রজ্বলিত ৭৫’ স্লোগানে ৩ দিনব্যাপী নানান আয়োজন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হচ্ছে কলেজটির ৭৪ বছর পূর্তি। শুক্রবার (২৬ জানুয়ারি) ছিল উৎসবের দ্বিতীয় দিন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন বয়সের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। নানান বয়সী মানুষজন দলবেঁধে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন। তুলছেন ছবি-সেলফি। কলেজের বিভিন্ন প্রাঙ্গণে দাঁড়িয়ে পুরোনো স্মৃতি রোমন্থন করছেন অনেকেই। পরিবার পরিজনও নিয়ে এসেছেন অধিকাংশরাই। সাজানো হয়েছে মূলফটক ও কলেজ প্রাঙ্গণ। যারা এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন বাইরের বুথ থেকেই সংগ্রহ করছেন বিভিন্ন গিফট আইটেম। কলেজ মাঠে করা হয়েছে বিরাট প্যান্ডেল। সেখানেই আয়োজন করা হয়েছে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের।
বিজ্ঞাপন
সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এ সময় পরিবেশন করা হয় জাতীয় সংগীত, থিম সং ও উদ্বোধনী নৃত্য।
আরও পড়ুন
পরে উপস্থিত সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি। বক্তব্য দেন ঢাকা আর্চডায়োসিসের আর্চবিশপ ও নটরডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আর্চবিশপ বেজয় এন. ডিক্রুজ, ওএমআই, নটরডেম কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক আনিস আহমেদ এবং সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।
সংশ্লিষ্টরা জানান, দিনব্যাপী এই অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রসহ বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। আগামীকাল ২৭ জানুয়ারি এই উৎসবের পর্দা নামবে বলেও জানান তারা।
ইতিহাস থেকে জানা যায়, নটর ডেম কলেজ ১৯৪৯ সালে ঢাকার লক্ষ্মীবাজারে ‘সেন্ট গ্রেগরি কলেজ’ নামে প্রথমে ক্যাথলিক কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরে ১৯৫০ সালে ৬১/১ সুভাষবোস এভিনিউয়ের একটি ভবনে কলেজটি স্থানান্তরিত হয় এবং একটি পূর্ণাঙ্গ কলেজ হিসেবে কাজ শুরু করে। ১৯৫৪ সালে এটি মতিঝিলের বর্তমান স্থানে স্থানান্তরিত হয় এবং মা মেরির নামানুসারে এর নামকরণ করা হয় নটর ডেম কলেজ। তৎকালীন সময়ে (১৯৫২ থেকে ১৯৫৯ সালের মধ্যে) পরপর সাতবার নটর ডেম কলেজ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে।
আরএইচটি/এমএ