দোকানিকে মারধর করায় ঢাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক দোকানিকে মারধর করার অপরাধে ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম আসাদুজ্জামান ফরিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সই করা এক বিবৃতিতে তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, ঢাবি ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে আসাদুজ্জামান ফরিদদে (যুগ্ম-সাধারণ সম্পাদক, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) সোহরাওয়ার্দী উদ্যানে ভ্রাম্যমাণ এক দোকানদারের পক্ষ নিয়ে আরেক দোকানদারকে বেধড়ক মারধর করেন ঢাবি ছাত্রলীগের এই নেতা। পরে এই দোকানদার বিষয়টি ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতাদের জানালে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়।
এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, কোনো সাধারণ মানুষকে মারার অধিকার কারও নেই। ছাত্রলীগের কারও থেকে আমরা এটা প্রত্যাশা করি না। সাধারণ মানুষের গায়ে হাত তোলা কোনো নেতা বা কর্মীর সাজে না। আমাদের কাছে অভিযোগ আসায় দ্রুত তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও সে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত ছিল। এসব কাজকে আমরা প্রশ্রয় দেই না।
কেএইচ/কেএ