প্রতিষ্ঠার পর থেকেই দেশে নেতৃত্ব গড়ার কারিগর হিসেবে মুখ্য ভূমিকা রেখে চলছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। তারই প্রতিফলন দেখা গেছে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৬৬ জন সাবেক শিক্ষার্থী এমপি নির্বাচিত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

৬৬ জন এমপির মধ্যে আইন বিভাগ থেকে সর্বোচ্চ ১১ জন, অর্থনীতি বিভাগ থেকে ৮ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬ জন, মার্কেটিং বিভাগের ৫ জন, ইংরেজি বিভাগের ৪ জন সাবেক শিক্ষার্থী রয়েছেন।

দ্যা এক্সিলেক্স অব ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য সূত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পূর্বে উত্তীর্ণ হওয়া ৬৫ জন সংসদ সদস্যের নাম সংগ্রহ করা হয়। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইন বিভাগ থেকে নির্বাচিত সাংসদরা হলেন, চাঁদপুর- ১ আসনে সেলিম মাহমুদ; হবিগঞ্জ- ২ আসনে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল; কিশোরগঞ্জ- ৩ আসনে মুজিবুল হক চুন্নু; কুড়িগ্রাম-৪ আসনে মো. বিপ্লব হোসেন পলাশ; নীলফামারী- ২ আসনে আসাদুজ্জামান নূর; রংপুর- ৬ ড. শিরিন শারমিন চৌধুরী, মেহেরপুর- ১ আসনে ফরহাদ হোসেন দোদুল, (এমএ), পঞ্চগড়- ২ আসনে মো. নুরুল ইসলাম সুজন কুমিল্লা-১০ আসনে আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল (এলএলবি), পিরোজপুর-১ আসনে এস এম রেজাউল করিম,ফরিদপুর ১ আসনে আবদুর রহমান ।

অর্থনীতি বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, বরিশাল ২ আসনে রাশেদ খান মেনন, চাঁদপুর- ৫ আসনে মেজর রফিকুল ইসলাম, বীর উত্তম, চট্টগ্রাম- ৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ; কক্সবাজার-১ আসনে সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক; ঢাকা- ৩ আসনে নসরুল হামিদ বিপু ; দিনাজপুর- ৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী, সুনামগঞ্জ- ৩ আসনে মুহাম্মদ আব্দুল মান্নান, সিলেট- ১ আসনে আব্দুল কালাম আব্দুল মোমেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনে আর এ এম ওবায়দুল মোকতাদির চৌধুরী, গাজীপুর- ৪ আসনে সিমিন হোসেন রিমি;  জামালপুর-৫ আসনে  আবুল কালাম আজাদ; নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান; নরসিংদী-৪ আসনে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন; নোয়াখালী- ৫ আসনে ওবায়দুল কাদের।

মার্কেটিং বিভাগের সংসদ সদস্যরা হলেন, চট্টগ্রাম-৩ আসনে মাহফুজুর রহমান মিতা; কুমিল্লা- ৮ আসনে এ.জেড.এম. শফিউদ্দিন আলম শামীম; হবিগঞ্জ- ৪ আসনে সৈয়দ সায়েদুল হক সুমন; মুন্সিগঞ্জ- ৩ আসনে হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব; রাজবাড়ী- ১ আসনে কাজী কেরামত আলী।

ইংরেজি বিভাগের সংসদ সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া- ৪ আসনে আনিসুল হক, মানিকগঞ্জ- ৩ আসনে জাহিদ মালেক স্বপন; নরসিংদী- ১ আসনে মোহাম্মদ নজরুল ইসলাম, বীর প্রতীক; রাঙ্গামাটি দীপঙ্কর তালুকদার; মেহেরপুর- ১ আসনে ফরহাদ হোসেন দোদুল ইংরেজি (বিএ)।

বাংলা বিভাগ থেকে গোপালগঞ্জ- ৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলা; সুনামগঞ্জ- ৪ আসনে মোহাম্মদ সাদিক বাংলা; চাঁদপুর-৪ আসনে মুহাম্মদ শফিকুর রহমান, (বাংলা (এম এ); সাংসদ হিসেবে নির্বাচিত হন।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, বাগেরহাট-৪ আসনে এইচ এম বদিউজ্জামান সোহাগ, মুন্সিগঞ্জ-২ আসনে শাগুফতা ইয়াসমিন এমিলি, সিলেট-৪ আসনে ইমরান আহমেদ।

অন্যান্য বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, কিশোরগঞ্জ- ৬ আসনে নাজমুল হাসান পাপন, লোক প্রশাসন (বিএসএস) আইবিএ (এমএসসি); পঞ্চগড়- ২ আসনে মো. নুরুল ইসলাম সুজন, প্রাণিবিদ্যা (বিএসসি, এমএসসি), ব্রাহ্মণবাড়িয়া-২ আলহাজ মঈন উদ্দিন মঈন, অ্যাকাউন্টিং; কুমিল্লা-১০ আসনে আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল অ্যাকাউন্টিং; শেরপুর- ২ আসনে মতিয়া চৌধুরী বায়োলজি (এমএসসি); জামালপুর-৪ আসনে আব্দুর রশিদ, রসায়ন; পাবনা-২ আসনে আহমেদ ফিরোজ কবির ফিন্যান্স (Mcom); দিনাজপুর- ৩ আসনে ইকবালুর রহিম, ইতিহাস; রাজশাহী- ৬ আসনে শাহরিয়ার আলম, আইবিএ (এমবিএ); পাবনা- ৫ আসনে গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আন্তর্জাতিক সম্পর্ক’; কুষ্টিয়া-৩ আসনে মাহবুবুল আলম হানিফ, ম্যানেজমেন্ট; গাজীপুর- ৫ আসনে আখতারুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা; ঢাকা- ১০ আসনে ফেরদৌস আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা; বরিশাল- ৪ আসনে পঙ্কজ নাথ, গণিত; বাগেরহাট- ৩ আসনে হাবিবুন নাহার, গণিত (মাস্টার্স); ঝিনাইদহ-২ আসনে নাসের শাহরিয়ার জাহেদি মহুল, ফার্মেসি; ফরিদপুর- ৩ আসনে আব্দুল কাদের আজাদ, পদার্থ বিজ্ঞান; ঢাকা-১ আসনে সালমান এফ রহমান, পদার্থ বিজ্ঞান; গাইবান্ধা- ৫ আসনে  মাহমুদ হাসান রিপন, সমাজবিজ্ঞান; ভোলা- ১ আসনে তোফায়েল আহমেদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, গোপালগঞ্জ- ২ আসনে শেখ ফজলুল করিম সেলিম, পরিসংখ্যান; ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খান কামাল; ঢাকা- ১৯  আসনে মোহাম্মদ সাইফুল ইসলাম; দিনাজপুর- ২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী; গাজীপুর-১ আসনে আ ক ম মোজাম্মেল হক; ঝালকাঠি- ১ আসনে শাহজাহান ওমর; নারায়ণগঞ্জ-১ আসনে গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক; শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু।

বিশ্ববিদ্যালয়ে থেকে এখন পর্যন্ত পাওয়া ৬৬ জন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে আরবি বিভাগের শিক্ষার্থী ও দ্যা এক্সিলেক্স অব ঢাকা ইউনিভার্সিটির এডমিন মুসআব আব্দুল্লাহ খন্দকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই গৌরব ও অহংকারের জায়গা। এখান থেকেই বঙ্গবন্ধুর সৃষ্টি, বর্তমান প্রধানমন্ত্রী, স্পিকারসহ অসংখ্য সংসদ সদস্যের উত্থান। এখান থেকেই দেশের গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়। দেশের সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তগুলো এই ক্যাম্পাস থেকেই গ্রহণ করা হয়। যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব তৈরির কারিগর হিসেবে কাজ করে। শুধু নেতৃত্ব নয়, প্রতি বছর প্রায় ৩-৪ শতাধিক শিক্ষার্থী বিসিএস ক্যাডার ঢাবি থেকে বের হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করেন। দেশের সর্বোচ্চ পদগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পদভারে সর্বদাই মুখরিত থাকে যা আমাদের মতো শিক্ষার্থীদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল ঢাকা পোস্টকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই দেশ সেরা বিদ্যাপীঠ হিসেবে দেশ ও বিদেশে সম্মান কুড়িয়েছে। আমাদের শিক্ষার্থীরা দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে রাজনীতি, অর্থনীতি, সামাজিক ও অন্যান্য সেক্টরে অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও পার্লামেন্টের বড় একটি অংশ সংসদ সদস্য হিসেবে ঢাবির সাবেক শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছেন।

আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একাডেমিক দিক থেকে আন্তর্জাতিক মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে রূপ দিতে চাই। আর এক্ষেত্রে আমাদের অ্যালামনাই হিসেবে সংসদ সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে। সর্বোপরি, ঢাবি থেকে ৬৫ জন সাংসদের নাম আসলেও আমি মনে করি তা আরও বেশি। নির্বাচিত সকল সংসদ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

কেএইচ/এসকেডি