বাংলা চ্যানেল পাড়ি দিলেন ইবির মুসা হাশেমী
২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হলো এ বছরের বাংলা চ্যানেল সাঁতার। বঙ্গোপাসাগরের টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রপথ বাংলা চ্যানেল নামে পরিচিত।
এবারের আয়োজনে দুইজন নারীসহ ৪৩ জন অংশগ্রহণ করছিলেন সাঁতারে। এর মধ্যে টানা ছয় ঘণ্টা সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসা হাশেমী। তিনি প্রথমবারের মতো জয় করছেন বাংলা চ্যানেল। তিনি এবারের সাঁতারের অভিজ্ঞতা জানিয়েছেন।
বিজ্ঞাপন
‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’ আয়োজিত এই আসরে দেশ-বিদেশের ৪৩ জন সাঁতারু অংশ নেয়। এদিন সকাল ৯টায় শুরু করে প্রায় সাড়ে ৬ ঘণ্টা (বিকাল ৩ টা ২৭ মিনিট) সাঁতরে তিনি গন্তব্যে পৌঁছান। মুসা হাশেমী আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ এলামনাই অ্যাসোসিয়েশন, হক ‘ল’ একাডেমি, ইবির লালন শাহ হল এবং তা’দিলুল উম্মাহ একাডেমির স্পন্সরে এই প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
মুসা হাশেমী বলেন, খুলনা হাত ম্যারাথন শেষ করার পরে এডভেঞ্চার প্রিয় মন ভাবতে থাকে এরপর কি ধরনের অ্যাডভেঞ্চার করা যায়। তারপর হঠাৎ বাংলা চ্যানেলের বিষয়টি সামনে আসায় এটার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য কাজ শুরু করি।
যাত্রা শুরুর সময়ের অনুভূতি জানিয়ে তিনি বলেন, প্রথমদিকে ভাবছিলাম অচেনা একটি পরিবেশে রাত্রে ১৬ কিলোমিটার পাড়ি দেওয়া আমার পক্ষে সম্ভব হবে কিনা। কিন্তু পরবর্তীতে কিছুটা যাওয়ার পর অভ্যস্ত হয়ে গেলাম। যখন আমি মাঝ সমুদ্রে তখন হঠাৎ একটা জেলিফিশ গায়ে স্পর্শ হওয়াতে জ্বলতে শুরু করে। ভোটে থাকা মেডিসিন নিয়ে কিছুটা উপশম হয়।
তিনি আরও বলেন, আমার ইচ্ছে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পতাকা বাংলা চ্যানেল জয় করে জাতির সামনে তুলে ধরার। সেই চেষ্টা সফল হয়েছে বলে আমি মনে করি। যে অনুভূতি নিজের মধ্যে তৈরি হয়েছে সেটা বলে বুঝানো অসম্ভব। বিশ্ববিদ্যালয় থেকে বাংলা চ্যানেল সুইমিং এ অংশগ্রহণকারীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে আগামীতে এমনটা আশা করি।
রাকিব হোসেন/এমএএস