অবরোধের সমর্থনে দৈনিক বাংলা মোড়ে ছাত্রদলের মিছিল

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে চলমান অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বুধবার (১৩ ডিসেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এ মিছিল করা হয়।
বিজ্ঞাপন
মিছিল শেষে দৈনিক বাংলা মোড়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। মিছিলের শেষ পর্যায়ে সাদা পোশাকধারী ডিবি ও পুলিশের সদস্যরা মোটরসাইকেলে করে মিছিলের পেছন থেকে হামলা চালায় বলে অভিযোগ করেন রাকিবুল ইসলাম রাকিব।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, জামিল মুরসালিন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান রুমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রাকিব হোসেন খান, সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এসএসএইচ