সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেট ঢাকা-আরিচা মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) থেকে শুরু হয়ে মীর মশাররফ হোসেন হল গেটে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ে শহীদ সালাম বরকত হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আফফান আলী বলেন, ফ্যাসিস্টদের সাজানো অবৈধ নির্বাচন জাতীয়তাবাদী ছাত্রদল মানে না। অবরুদ্ধ বাংলাদেশকে গণতান্ত্রিক দেশে ফিরিয়ে আনতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা চলমান আন্দোলনে তাদের শেষ রক্তবিন্দু দিয়ে আন্দোলন সফল করে অবৈধ অগণতান্ত্রিক স্বৈরাচার সরকারের পতন নিশ্চিতে সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-ক্রীড়া সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ, শেখ মুজিব হলের যুগ্ম আহ্বায়ক সাইফ আল হাসান, শেখ মুজিব হলের ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, মীর মশাররফ হোসেন হল ছাত্রনেতা মিজানুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রনেতা সাব্বির আহমেদ, সালমান আহম্মেদ, মেহেদী হাসান প্রমুখ।

এমজেইউ

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​