ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের একজন অধ্যাপকের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তুমুল সমালোচনার ঝড় বইছে। তবে এ ঘটনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ব্লাকমেইল বলে দাবি করেছেন ওই শিক্ষক। 

ওই শিক্ষকের নাম আলী আক্কাস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক। এছাড়াও তিনি ঢাবি শিক্ষক সমিতির একজন সদস্য। 

নাম প্রকাশ না করার শর্তে ম্যানেজমেন্ট বিভাগের এক অধ্যাপক বলেন, এটি খুবই লজ্জাজনক একটা ঘটনা। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এমন আপত্তিকর বিষয়টি সামনে আসা আমাদের শিক্ষক সমাজের জন্য লজ্জার। এই ঘটনা আমাদের বিভাগের সম্মানও ক্ষুন্ন করেছে।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক বিজনেস ফ্যাকাল্টির আরেকজন অধ্যাপক বলেন,  ‘স্যারের এই কাজটি খুবই দুঃখজনক। আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার।’

এ বিষয়ে অধ্যাপক আলী আক্কাস বলেন, ‘এটা গত মাসের ঘটনা। ভিডিওর ব্যক্তি আমি না। আমার ফেসবুক থেকে একটি ছবি নিয়ে ভিডিওতে যুক্ত করে দেওয়া হয়েছে। আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ব্লাকমেইল করা হচ্ছে।’ 

তিনি বলেন, ‘আমার মেসেঞ্জারে একটি একাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছিলো। আমি এসবের সঙ্গে কখনো যুক্ত ছিলাম না, এখনো নেই। আমি হজ্ব করে এসেছি, আগামী বছর আমার রিটায়ার্ড হবে। এই সময়ে আমার সম্মান নষ্ট করতে আমার কিছু শত্রু এই কাজ করেছে।’  

তিনি আরও বলেন, গত অক্টোবরে আমি থানায় মামলা করেছি। তারা তদন্ত করে জেনেছে বিষয়টি ভারত থেকে একটি ভুয়া একাউন্ট দিয়ে পরিচালনা করা হয়েছে।’ 

এমএসএ