ঢাকা কলেজ শিক্ষার্থীকে পেটাল আইডিয়ালের শিক্ষার্থীরা
রাজধানীর ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীর নাম জাহিন (১৮)। তিনি ঢাকা কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।
সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার পরে ধানমন্ডি থানাধীন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। উপর্যুপরি মারধর ও আঘাতের ফলে ভুক্তভোগী ওই শিক্ষার্থী মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।
বিজ্ঞাপন
ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম বলেন, ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ক্লাস শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছে। ধানমন্ডি থানাধীন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সামনে তাকে মারধর করে আহত করা হয়।
আরও পড়ুন
তিনি বলেন, খবর পেয়ে আমাদের শিক্ষকরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছেন এবং আহত শিক্ষার্থীর সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। জাহিন একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থী। বিনা কারণ এবং উসকানিতে তাকে মারধর করে আহত করা হয়েছে। আইডিয়াল কলেজের শিক্ষকরাও সেখানে ছিলেন।
এদিকে, এ ঘটনার জেরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গ্রিনরোড ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে বলেও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।
অন্যদিকে, ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধরের বিষয়টি জানতে আইডিয়াল কলেজের মুঠোফোন ও টেলিফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
দুই কলেজের শিক্ষার্থীদের মারামারির বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তালেব বলেন, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে টুকটাক বিষয় নিয়ে ঝামেলার জেরে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটিয়েছে। এরপর দুই কলেজের শিক্ষকরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। সঙ্গে সঙ্গেই সব শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে আগে থেকেই ঘটনাস্থলের আশপাশে পুলিশ মোতায়েন ছিল। বিষয়টি নিয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি।
আরএইচটি/কেএ