রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন ও মতিহার থানা (উত্তর) ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এম. এস. রানাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রদলের একাংশ। 

বুধবার রাত সাড়ে ৮টায় চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান মিঠু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, রাবি ছাত্রদলের সদস্য সচিব সামসুদ্দিন চৌধুরী সানিনের প্রত্যক্ষ মদতে বহিরাগত সন্ত্রাসী এম এস রানা ও ১০-১২ জন মাদকাসক্ত ছিনতাইকারী আমাকে ক্যাম্পাস থেকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় উপস্থিত সহপাঠীদের সহায়তায় দ্রুত আমরা তাদের প্রতিহত করলে তারা প্রাণনাশের হুমকি প্রদান করে।  

আগে আরও কয়েকজন ছাত্রদল নেতাকে এভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে আমি কিছু জানি না। এ ছাড়াও নেতাকর্মীরা যে সংবাদ সম্মেলন করবেন সেটাও আমি অবগত নই। এটা সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নয়। এ বিষয়ে কেন্দ্র দেখভাল করবে।

জুবায়ের জিসান/এনএফ