ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের পুকুরে পানি ব্যবহারের জন্য পাম্প বসানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। নিরাপত্তার স্বার্থে পুরো কলেজের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক মিলনায়তনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান।

আরএইচটি/এফকে