শাবিতে চূড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ১৬২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের তৃতীয় দিনের মতো চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ এ তিন ইউনিটে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থী। ভর্তি শেষে আসন খালি রয়েছে ১৬২টি।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে শাবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম আসন খালির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ২৭ থেকে ২৯ আগস্ট এই তিনদিন আমরা স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিয়েছি। ‘এ’, ‘বি’ ও ‘সি’ এ তিন ইউনিটে কোটা ব্যতীত বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১ হাজার ৫৬৬টি। এর মধ্যে মোট শিক্ষার্থী ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৪ জন। এখনো ১৬২টি আসন খালি রয়েছে। এছাড়া কোটায় ১৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
খালি আসন পূরণে সিরিয়ালে থাকা অন্যান্য শিক্ষার্থীদের ডাকা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা গুচ্ছ ভর্তি কমিটির উপর নির্ভর করছে। তারা সিদ্ধান্ত নিলে আমরা বাকি আসন পূরণে শিক্ষার্থীদের ভর্তি নেব।
জুবায়েদুল হক রবিন/এএএ