পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রমোশনের লোভ দেখিয়ে নারী সহকর্মীকে কুপ্রস্তাব, ফোনালাপ ভাইরাল
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার মিজানুর রহমান টমাসের বিরুদ্ধে জুনিয়র এক নারী সহকর্মীকে প্রমোশনের লোভ দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৭ আগস্ট) মিজানুর রহমানের সঙ্গে ওই নারীর অনৈতিক প্রস্তাবের ১৪ মিনিট ৩১ সেকেন্ডের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে ফোনালাপের সময় ওই নারী সহকর্মী তার প্রস্তাব নাকচ করে দেন। ফোনালাপ ভাইরাল হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে সবার মাঝে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে এটি অপপ্রচার বলে দাবি ডেপুটি রেজিস্ট্রার মিজানুর রহমানের।
বিজ্ঞাপন
এদিকে, যৌন হয়রানির শিকার পবিপ্রবি’র ওই নারী কর্মকর্তা এই বিষয়ে এখনো কোনো কথা বলতে রাজি নন। তবে কর্মস্থলে নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা উচিত বলে জানান।
তবে এ বিষয়ে মিজানুর রহমান টমাস বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তারাই এই কাজ করছে। আমি এই প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে রয়েছি, আমার বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করতে পারেনি। নির্দিষ্ট কিছু শক্তিশালী মহল আমার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টর সন্তোষ কুমার বসু বলেন, এ বিষয়ে একটি কমিটি করা হবে। তারপর বিষয়টি যাচাই-বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, নারীর জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে যৌন হয়রানির বিষয়ে কর্মক্ষেত্রের শৃঙ্খলা বিধি অনুসারে ৩০ কার্যদিবসের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে হাইকোর্টের।
মাহমুদ হাসান রায়হান/এমজেইউ