আটক সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সোহেল রানা নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর রুমে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফট চলাকালে তাকে আটক করা হয়।

আটক সোহেল রানার বাড়ি রাজশাহীর বাগমারায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের চতুর্থ শিফটে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে মো. নাজমুল হক নামে এক ভর্তিচ্ছুকের হয়ে প্রক্সি দিতে আসেন সোহেল রানা। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে পরীক্ষার্থীর বাবার নাম ও জন্ম তারিখ জানতে চান। রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে পরিচয়ের গরমিল পাওয়া গেলে দায়িত্বরত শিক্ষক ওই শিক্ষার্থীকে আটক করে প্রক্টর অফিসে পাঠান। প্রক্টরিয়াল বডির প্রথমিক জিজ্ঞাসাবাদে অন্যের হয়ে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন সোহেল।

আটক সোহেল রানা জানান, ইমন নামে এক বড় ভাইয়ের পরীক্ষার্থী নাজমুল হকের সঙ্গে তার পরিচয় হয়। পরে ৩০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নেওয়ার চুক্তি হয়। এর আগে গতকাল ওই শিক্ষার্থীর হয়ে ‘সি’ ইউনিটে পরীক্ষা দিয়েছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘বি’ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষার সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেন। তিনি এখন আমাদের জিম্মায় আছেন। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে। এর আগে ‘সি’ ইউনিটে তার দেওয়া পরীক্ষার ওএমআর শিট বাতিল করা হবে। এছাড়াও জড়িত সবার বিরুদ্ধে মামলা করা হবে। 

আলকামা/আরএআর