জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন সাংবাদিক আহত হন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাংবাদিক সমিতির নির্বাচিত নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা সমিতির কার্যালয়ে অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান মাহবুব জোবায়েরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবু সাঈদ চৌধুরী, মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহমুদুর রহমান নাজিদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাগর হোসাইন, একই ইন্সটিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আশিকুর রহমান, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাহাদাত হোসেন অনু, সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৈমুর খান মবিনসহ ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত চাকু, রড, বাঁশের লাঠিসহ সজ্জিত হয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা করে।

এ সময় জবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও দৈনিক সমকালের জবি প্রতিনিধি ইমরান হোসাইন, সমিতির কার্যনির্বাহী সদস্য ও ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহতাব লিমনসহ কয়েকজন আহত হন।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর বলেন, আমরা সমিতির কার্যালয়ে বসেছিলাম।এসময় তারা লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালায় ও সমিতিতে ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা করে তারা মোটেও ঠিক করেনি। লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ব্যবস্থা নিবো।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সকল সদস্যদের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারারসহ সাংবাদিক নেতাদের উপস্থিতিতে নির্বাচিত প্রতিনিধিরা গত ২০ মার্চ আগামী এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। এরপরই কতিপয় কিছু সদস্য নির্বাচনে পরাজয়ের পর সম্প্রতি ফেসবুকে একটি ভুয়া কমিটি ঘোষণা করে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ ওঠে। 

এমএল/এমজে