জবিতে ‘বিদ্যা ও মননচর্চায় নজরুল’ শীর্ষক আলোচনা সভা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের আয়োজনে সাহিত্য-শিল্প বিষয়ক পর্বে ‘বিদ্যা ও মনন চর্চায় নজরুল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুটিন দায়িত্বে থাকা উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
সোমবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এসময় কামালউদ্দীন আহমদ বলেন, আমাদের নজরুলকে অবহেলার কোনো সুযোগ নেই। তার লেখা প্রেম, রাজনীতি, দুঃখ ছুঁয়ে বাংলা সাহিত্যকে দিয়েছে নতুন সূচনা। আমাদের মধ্যে নজরুল চর্চা রাখতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগকে এমন আয়োজন করার জন্য ধন্যবাদ।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন বিভাগীয় শিক্ষক শাহ মো. আরিফুল আবেদ এবং সানজিদা মাসুদ। প্রবন্ধের ওপর মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
সেমিনার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় সেমিনার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. মোছা. শামীম আরা। এছাড়াও সেমিনারে বক্তব্য দেন বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. রাজিব মণ্ডল ও অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী সমির আফরিন শুভ ও শারমিন আক্তার। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএল/এসএসএইচ/