ঢাকা কলেজ ছাত্রকে মারধর, মালঞ্চ পরিবহনের ২ বাস আটক
হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে মালঞ্চ পরিবহনের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবহনটির দুটি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থীর নাম সজীব আহমেদ জয়। তিনি ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
বিজ্ঞাপন
আটক বাস দুটি হলো– মালঞ্চ পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-৫৭৪৫ ও ঢাকা মেট্রো-ব ১৫-৬৭১০ নম্বরের গাড়ি।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি সায়েন্সল্যাব থেকে ধানমন্ডি শংকরে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠি। তখন বাস স্টপেজে টিটিকে হাত উঠিয়ে শিক্ষার্থী পাস কাটাই। কিন্তু পরবর্তীতে ভাড়া নেওয়ার সময় বাসের হেলপার আমার কাছে পূর্ণ ভাড়া দাবি করে। শিক্ষার্থী পাস কাটা হয়েছে বিষয়টি তাকে জানানোর পরও অযথা তর্ক করতে থাকে। একপর্যায়ে আমাকে উপর্যুপরি আঘাত করা হয়। মারধরের ফলে মাথায়, বুকে ও মুখে আঘাত পেয়েছি। শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে হাফ পাস করার পরও এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। অভিযুক্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো ব-৫২-৭২২৬। আমি হেলপারসহ অভিযুক্তদের বিচার দাবি করছি।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইউসুফ বলেন, আটকে রাখা বাসটি অনেক আগেই শিক্ষকদের মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেখভাল করছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ফাঁড়ির ইনচার্জ এসেছিলেন। তারা বিষয়টি দেখছেন।
আরএইচটি/এসএসএইচ/