শাবিতে সিগারেটের আগুনে পুড়ল এক একরের গাছপালা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শাহপরাণ হলের পার্শ্ববর্তী টিলায় আগুন লেগে প্রায় এক একর জায়গার গাছপালা পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিগারেটের অংশ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী হলের স্টাফরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা টিলায় আগুন দেখতে পান। পরবর্তীতে পাইপ এবং বালতির পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর হল প্রভোস্টকে খবর দিলে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে সিলেট সদর ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
এ ঘটনায় টিলার ওপর প্রায় এক একর জায়গার গাছপালা পুড়ে গেছে। ছোট ও মাঝারি আকারের গাছগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও বড় গাছের পাতাগুলো অনেকাংশে পুড়ে গেছে।
সিলেট সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্নায়েন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে দ্রুত আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এতে টিলার কিছু অংশ পুড়ে গেলেও তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, আমার ধারণা করছি সিগারেটের অংশ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান ঢাকা পোস্টকে বলেন, সাড়ে ১২টার দিকে খবর পেয়ে দ্রুত বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে প্রায় ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরএআর