জাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের দায়িত্বে অধ্যাপক রেজা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজাকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হাবীবকে অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে নিয়োগের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
অফিস আদেশে রহিমা কানিজ বলেন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরের নিয়োগের মেয়াদ ৩ বছর পূর্ণ হওয়ায় তার লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজাকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. জেবউননেছার নিয়োগের মেয়াদ ৩ বছর পূর্ণ হওয়ায় তাকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হাবীবকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ হতে দুই বছর তারা এই দায়িত্ব পালন করবেন। এছাড়া দায়িত্বে থাকাকালীন তারা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে উক্ত পদের ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে জানান রহিমা কানিজ।
মো. আলকামা/এমজেইউ