চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ওই ছাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্ত করা হবে।
এটা হত্যা নাকি আত্মহত্যা এ প্রশ্নের জবাবে প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত তেমন কোনো তথ্য আমাদের কাছে নেই।
ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি লালমনিরহাট সদরের নায়েকগর হারাটি নামক গ্রামে।
রুমান/এমজেইউ